বুধবার এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের লাহোরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে।তার আগে দেখে নেয়া যাক দুই দলের পরিসংখ্যান।
দুদল এখন পর্যন্ত ৩৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে ৩২ হারের বিপরীত জয় মাত্র পাঁচ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সবশেষ ২০১৯ সালে খেলেছিল লাল-সবুজরা, ওই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ।
এদিকে এশিয়া কাপে বাবর আজমের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের হয়ে কথা বলছে না। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৪টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। এর মধ্যে মাত্র দুইবার শেষ হাসি হেসেছে বাংলাদেশ। বিপরীতে পাকিস্তানের জয় ১২ ম্যাচে।
২০১৬ এশিয়া কাপে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিল লাল-সবুজেরা। আর ২০১৮ সালে ৩৭ রানে জিতেছিল বাংলাদেশ। যদিও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচই হারেনি পাকিস্তান। তবে দুই দলের সবশেষ ৫ দেখাও আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। কেননা, সবশেষ পাঁচ ম্যাচের ৪টিতেই জিতেছে সাকিব বাহিনী।