আগামী ২০শে অক্টোবর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের বিপক্ষে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ।
এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সিরিজ দিয়ে দীর্ঘসময় পর দলে ফিরেছেন পেস অলরাউন্ডার ইরাম জাভেদ। ইনজুরির কারণে বাদ পড়েছেন ফাতিমা সানা।
পাকিস্তান স্কোয়াড :
নিদা দার (অধিনায়ক), আলিয়া রিয়াজ, বিসমাহ মারুফ, দিয়ানা বেগ, ঘুলাম ফাতিমা, ইরাম জাভেদ, মুনিবা আলী (উইকেটরক্ষক), নাজিহা আলভি (উইকেটরক্ষক), নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদরা আমিন, উম্মে হানি এবং ওয়াহিদা আক্তার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো এই সিরিজের সূচিপত্র এবং ভেন্যু প্রকাশ করেনি।