Homeআন্তর্জাতিকযেখানে মেসি-রোনালদো কে ছাড়িয়ে ভিনিসিয়াস জুনিয়র!

যেখানে মেসি-রোনালদো কে ছাড়িয়ে ভিনিসিয়াস জুনিয়র!

- Advertisement -spot_img

অনেকে বলেন কালো মানিক কেউ বা দেখেন তার ভিতরে ফুটবল রাজা পেলের ছায়া।
নাম টা তার ব্লাক ডায়মন্ড খ্যাত ভিনিসিয়াস জুনিয়র।
নিজে আবার আইডিল মানেন ক্রিষ্টিয়ানো রোনালদো কে।
মেসি-রোনালদোর রেখে যাওয়া ইউরোপ ক্লাব ফুটবলের মাসনদের দখল তিনি নিতে পারবেন বলে ভক্তদেরও বিশ্বাস।

২৩ বছর বয়সী ভিনিও সে পথেও আছেন ঠিকঠাক ভাবে।


ইতিমধ্যে নিজের আইডল, ক্রিস্তিয়ানো রোনালদোর মতই, হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদ এর প্রাণভোমরা।
শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদ ১৬ তম চ্যাম্পিয়নস লীগ জয়ে তিনি ছিলেন নেপথ্যের নায়ক।।
ভিনিসিয়াস এর আলোতেই আলোকিত ছিলো লস-ব্ল্যাঙ্কোসরা।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে আর ফাইনালে, চ্যাম্পিয়নস লীগের নক-আউট ষ্টেজের প্রায় সব ম্যাচেই গোল অথবা এ্যাসিষ্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র।।আর এর মধ্যে দিয়ে চ্যাম্পিয়নস লীগে নক-আউট ষ্টেজে গোল এ্যাসিষ্ট রেকর্ডে ২৩ বছর বয়সী ভিনিসিয়াস ছাড়িয়ে গিয়েছেন মেসি-রোনালদো কে।

নিজের খেলা প্রথম ষোল চ্যাম্পিয়নস লীগের নক-আউট ষ্টেজের ম্যাচে, ১৫ টি তেই গোল-এ্যাসিষ্ট করেছেন কালো মানিক খ্যাত ভিনি।
যা চ্যাম্পিয়নস লীগের ফুটবল ইতিহাসে বিরল।
ফুটবল জাদুকর মেসি অথবা মি:চ্যাম্পিয়নস লীগ খ্যাত রোনালদোও, নিজেদের প্রথম ১৬ টি নক-আউট ষ্টেজের ম্যাচে ১৫ টি গোল কন্ট্রিব্রিশন রাখতে পারেননি।
তাই এই যায়গায় মেসি-রোনালদো কে ছাড়িয়ে জয়গান মাত্র ২৩ বছর বয়সী ভিনির।।
এখন পর্যন্ত সব-মিলিয়ে চ্যাম্পিয়নস লীগের নক-আউট ষ্টেজে ২৩ টি ম্যাচ খেলেছেন ভিনিসিয়াস, যেখানে ২৩ টি গোল কন্ট্রিবিশন রেখেছে ২৩ বছর বয়সী এই উংগার।।

অবশ্য মাদ্রিদ সুপার-ষ্টারের এই বিরল রেকর্ডের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা সবশেষ মৌসুমে।
চ্যাম্পিয়নস লীগে নক-আউট ষ্টেজের ম্যাচ গুলো খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা, বরাবরই রিয়াল মাদ্রিদ এর ত্রাণকর্তা হয়ে এসেছিলেন ভিনি।
চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ডর্টমুন্ডের বিপক্ষে করেছিলেন জোড়া গোল।
আর সেমিফাইনালে বার্য়ান মিউনিখের বিপক্ষে রিয়াল মাদ্রিদ নিষ্চিত হার এড়িয়ে ছিলেন ভিনিসিয়াস নৈপুণ্যই।
সবমিলিয়ে তাই এবারের ব্যালন ডি,আর ও অনেকেই দেখেছেন ভিনিসিয়াসের এর হাতে।।
যদিও জাতীয় দলের জার্সি তে সময় টা ভালো, যায়নি সাম্বা তারকার।
কোপা-আমেরিকা তে তিন ম্যাচ খেলে করেছেন দুই গোল।
গ্রুুপ পর্বের শেষ ম্যাচে কার্ড খেয়ে কোর্য়াটার ফাইনাল মিস করেছেন ভিনি তাতে কপাল পুড়ে ব্রাজিলের।।
ভিনির অনুপস্হিতিতে সেলেসাওদের বিদায় ঘন্টা বেজে উঠে শেষ আট থেকে।।
অবশ্য এরপরই, কানঘাসা ব্যালন ডি,আর জয়ে কিছু টা পিছিয়ে পড়েছেন ভিনিসিয়াস।
তবুও ক্লাব প্যারফরমেন্স বিচারে এখন পর্যন্ত ফেবারিট ভিনিসিয়াস।।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here