চুক্তির মেয়াদ শেষ হয়েছে পাকিস্তান সফরের আগে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতে পকিস্তান সিরিজে স্পিনারদের নিয়ে কাজ করেছেন সাকলাইন মুশতাক। এরপর নিজেই জানিয়েছিলেন টাইগারদের ভারত সফরে দলের সাথে থাকতে পারছেন তিনি। কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট শুরুর আগে মিরপুরে হাজির মুশতাক।
আরও পড়ুনঃ- রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব
সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ করে সংযুক্ত আরব আমিরাতে যাবেন বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। শোনা যাচ্ছে দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাবেন বর্তমানে স্পিনারদের দায়িত্বে থাকা সাকলাইন মুশতাক। দেশের বিশ্বস্ত গণমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জিকে’ বিষয়টি জানিয়েছেন বিসিবির অপরেশন্সের ইনচার্জের দায়িত্ব থাকা শাহরিয়ার নাফিস।
এ প্রসঙ্গে ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ নাফীস বলেন, ‘মুশতাক আপাতত সাউথ আফ্রিকা সিরিজে কাজ করছেন। তবে তাঁর সঙ্গে আমাদের পরবর্তী সিরিজ নিয়েও কথা হয়েছে। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে যে ওয়ানডে সিরিজটা হবে মুশতাক সেখানেও থাকবে।’
চলতি বছরের এপ্রিলে রঙ্গনা হেরাথ দায়িত্ব ছাড়ার পর টাইগার স্পিনারদের ভার মুশতাককে দেওয়া হয়। এরপরে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে নিজের দায়িত্ব গ্রহণ করে মুশতাক। তার অধিনে স্পিনারদের সাফল্যটা চোখে পড়ার মতো।