সাকিব আল হাসান অবসর নেয়ার পরপরই বরখাস্ত করা হলো কোচ চান্ডিকা হাথুরুসিংহে কে এরপর দায়িত্ব দেয়া হলো ফিল সিমন্সকে। এবার অধিনায়কত্ব ছাড়ছেন শান্ত। কাকে দেয়া হবে নয়া অধিনায়কের আর্ম ব্যান্ড? পরিচিত ২ মুখই দায়িত্ব পাবেন নাকি ক্রিকেট বোর্ড ভাবছে নতুন কিছু। সম্ভাব্য নাম গুলোই বা কি?
ওয়ানডে টি-টোয়েন্টি তথা হোয়াইট বল ক্রিকেটের জন্য এমন একজনকে পছন্দ করতে হবে যিনি রেগুলারলি হোয়াইট বলে খেলছেন, এমনকি নিয়মিত একাদশে থাকছেন। এমন একজনের বাম বলতে হলে তিনি লিটন দাস। ওপেনার কিপার যা-ই বলেন লিটনের বিকল্প আপাতত নেই। ওয়ানডে টি-টোয়েন্টিতে লিটনকে রেখে একাদশ গঠন করা সহজ নয়। তাই রেগুলারলি দলের সঙ্গে থাকা লিটন দাসকে বুঝিয়ে দেয়া হতে পারে ক্যাপ্টেন্সীর আর্ম ব্যান্ড। টেস্ট ক্রিকেটের জন্যও ভেবে রাখা হয়েছে পরিচিত মুখ।
আরও পড়ুনঃ- যে ফরম্যাটে মাশরাফিকে পেছনে ফেলতে পারেন হাসান মাহমুদ
শান্তর সমসাময়ীক ক্যাপ্টেন ম্যাটেরিয়াল যারা আছেন তাদের মধ্যে মেহেদী মিরাজ একমাত্র যিনি টেস্ট ম্যাচ রেগুলার নাম। তাই বাংলাদেশের নয়া ক্যাপ্টেন হতে পারেন মেহেদী মিরাজ। দায়িত্ব বুঝিয়ে দেয়া হতে পারে মিরাজকে। ব্যাট কিংবা বল যে কোনো এক দিকে মিরাজের অবদান থাকেই তাই টেস্ট ক্যাপ্টেন্সী তাকে বুঝিয়ে দিলে মন্দ হবে না হয়তো। বিসিবির প্রথম পছন্দেও থাকতে পারেন মেহেদী মিরাজ!
তবে এবার প্রশ্ন করতে পারেন শান্ত রিজাইন করছেন কেন, বিশেষ কোনো কারন আছে কি না। উত্তর হলো বিশেষ কোনো কারন নেই আবার আছেও, ব্যাট হাতে রান পাচ্ছেন না শান্ত এটাই বা বিশেষ কারন না হয়ে পারে কি করে। অফ ফর্ম জেঁকে বসায় ক্যাপ্টেন্সী থেকে নিজ ইচ্ছায় সরে দাড়াচ্ছেন শান্ত। বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও জানিয়ে দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ক্রিকবাজ। সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষেই এই সিদ্ধান্ত জানাতে পারেন শান্ত। শান্তর এই সিদ্ধান্তকে অনেকেই সাদুবাদ জানিয়েছেন। ব্যাট হাতে রান করে দলকে জেতানোই মূল দায়িত্ব সেটি যখন কোনো কারনে হবে না তখন সেই কারন খুঁজে বের করে উপরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। আর সেই কাজটাই হয়তো করছেন নাজমুল শান্ত। আর তাই ক্যাপ্টেন্সী ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটার।
শান্ত ক্যাপ্টেন্সী ছাড়লে দায়িত্ব দেয়ার সবচেয়ে সম্ভাব্য নাম মিরাজ লিটন হলেও তাসকিন ও নুরুল হাসান সোহানের নামটাও আসছে। যদিও জাতীয় দলের বাইরে আছেন সোহান কিন্তু খুব বেশি দূরে নেই। ঘরোয়া ক্রিকেটে মাস্টার ক্লাস ক্যাপ্টেন্সী করেন তিনি, আর এই সুবিধা টা নিতে পারে বিসিবি ক্যাপ্টেন্সীর আর্ম ব্যান্ড পরিয়ে দেয়া হতে পারে সোহানকেও। তবে তাসকিনের নামটাও উড়িয়ে দেয়া যায় না। তাসকিনও আছেন প্রার্থী হিসেবে। দেখা যাক বিসিবি কোন ফরম্যাটের জন্য কাকে নির্বাচন করে।